সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Wednesday, 18 December 2024

Year-Ender 2024: ভিনিসিয়াস জুনিয়র জিতে নিলেন সেরার শিরোপা, ফিফা বর্ষসেরা পুরস্কারের পূর্ণাঙ্গ তালিকা

 


BEST FIFA Awards 2024: ব্যালন ডি'অর জেতা হয়নি। কিন্তু ব্রাজিল তথা রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড জিতে নিলেন ফিফার বর্ষসেরা পুরস্কার।


ফিফা গতকালই ঘোষণা করেছে বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডসের পুরস্কার-জয়ীদের তালিকা। পুরুষ বিভাগে ভিনিসিয়াস জুনিয়র বর্ষসেরা, মহিলা বিভাগে সেরার শিরোপা পেলেন স্পেন তথা বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বনমাতি।



রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়াস জুনিয়র ২০২৩-২৪ মরশুমে ৩৯টি ম্যাচে ২৪টি গোল করেছিলেন। গত জুনে রিয়াল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জেতে। ফাইনালে মাদ্রিদের দ্বিতীয় গোলটি করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। কনমেবল কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল অবধি যাওয়া ব্রাজিল দলেও ছিলেন তিনি।

সাও গনসালোয় দারিদ্র্য এতটাই বেশি যে সেখানে নানাবিধ অপরাধ লেগেই থাকে। তেমন শহরে খালি পায়ে রাস্তায় ফুটবল খেলা শুরু করার পর ফিফার বর্ষসেরা হওয়াটা তাঁর কাছে যে কার্যত কল্পনাতীত, পুরস্কার জিতে সেটাই বুঝিয়ে দিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। লা লিগা, সুপারকোপা দে এসপানা, উয়েফা সুপার কাপ জয়েরও স্বাদ পেয়েছেন তিনি।
ভিনিসিয়াস জুনিয়র বলেন, এই পুরস্কার পাওয়া আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে যে শিশুরা কোনও কিছুকে অসম্ভব বলে মনে করে, শীর্ষে পৌঁছনো নিয়ে সন্দিহান থাকবে তাদের ভুল ভাঙবে। ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে বর্ষসেরার দৌড়ে ছিলেন জুড বেলিংহ্যাম, রদ্রি, লামিনে ইয়ামালরা। রদ্রি জিতেছিলেন ব্যালন ডি'অর।


২০২৩ সালে স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা আইতানা বনমাতি হলেন মহিলাদের বিভাগে বর্ষসেরা ফুটবলার। বার্সেলোনার মিডফিল্ডার টানা দ্বিতীয়বার এই পুরস্কার দখলে নিলেন। একাধিক খেতাব জয়ের লক্ষ্যপূরণে এগিয়ে যাওয়াই তাঁকে এই জায়গায় নিয়ে এসেছে বলে জানান বনমাতি। ফের পুরস্কার জেতায় স্বাভাবিকভাবেই তৃপ্ত।


বেস্ট ফিফা ফুটবল পুরস্কার কারা পাবেন তা ঠিক করতে ভোটগ্রহণ প্রক্রিয়া চলে। সাধারণ ফুটবলপ্রেমীদের পাশাপাশি সাংবাদিক ও বিভিন্ন দেশের কোচেরাও নিজেদের মতামত জানানোর সুযোগ পান। ফিফার বিচারে বর্ষসেরা মহিলা গোলকিপার আলিসা নেহের, পুরুষদের বিভাগে সেরা গোলকিপারের পুরস্কার পেলেন এমিলিয়ানো মার্তিনেজ।
বর্ষসেরা মহিলা কোচ এমা হেইস এবং পুরুষদের বিভাগে সেরা কোচ কার্লো আনসেলোত্তি। মার্তা পুরস্কার পেল মার্তা। পুসকাস পুরস্কার জিতে নিলেন আলেহান্দ্রো গার্নাচো। ফিফা ফ্যান অ্যাওয়ার্ড পেলেন ভাস্কো দা গামার নাগরিক ব্রাজিলের ফুটবল-ভক্ত গিলেরমে গান্দ্রা মৌরা। ফিফা ফেয়ার প্লে পুরস্কার জিতেছেন তিয়াগো মারিয়া।
ফিফা বর্ষসেরা একাদশ (পুরুষ)- এমিলিনিয়ানো মার্তিনেজ, রুবেন দিয়াস, দানি কারভাহাল, অ্যান্টনিও রুডিগার, উইলিয়াম সালিবা, জুড বেলিংহ্যাম, রদ্রি, টনি ক্রুজ, আর্লিং হালান্ড, লামিনে ইয়ামাল, ভিনিসিয়াস জুনিয়র।

ফিফা বর্ষসেরা একাদশ (মহিলা)- আলিসা নেহের, ইরেন পারাদেস, ওনা বাটল, লুসি ব্রোঞ্জ, নাওমি গিরমা, এইতানা বনমাতি, লিন্ডসে হোরান, গাবি পরতিলহো, প্যাট্রি গুইজারো, ক্যারোলিন গ্রাহাম হানসেন, সালমা পারালুয়েলো।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: