সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Saturday, 7 December 2024

কত দিন দেখিনা তোমায়


 

কত দিন দেখিনা তোমায় ।
ভেবেছি এই বুঝি এলে ,
সকালের ঝলমলে রোদ হয়ে ।
জানালা খুলে দেখেছি ,
খা খা রোদ , শুধু রোদ্দুর
কোথাও নেই তুমি ।

কত দিন দেখিনা তোমায় ।
দখিনা বাতাসে সবুজে সবুজে নাচন , পাশে কোকিলের সুর ।
ভেবেছি এই বুঝি এলে ।
তাকিয়ে দেখেছি চারিদিক , শুধু শুন্যতা ।
কোথাও নেই তুমি ।

কত দিন দেখিনা তোমায় ।
আকাশে মেঘের আনাগোনা ,গুড়ুম গুড়ুম শব্দ ।
বাদল আসবে বলে ।
তাকিয়ে দেখেছি বাহিরে , বিষ্টি থেমে গেছে।
কোথাও নেই তুমি ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: