বাংলার বুকে জাগ্রত প্রভাতে,বীরের সন্তান, চলছে রণপথে।হৃদয়ে দাউ দাউ আগুন,স্বপ্নে আঁকা মুক্তির দিগন্ত।
পড়ার টেবিল ছেড়েপথে নামলো তাঁরা,প্রাণের ঝুঁকি নিয়ে,অন্যায়ের বিরুদ্ধে লড়তে।শান্তির পতাকা হাতে,দাঁড়ায় সম্মুখে,বাংলার মাটিতে,সঞ্চারিত নতুন এক আলো।
তাদের সাহসী কণ্ঠে
বাজে বিজয়ের সুর,অন্যায় বিরোধী প্রতিবাদ,দুর্বার গর্জন, স্বপ্নে উজ্জ্বলশান্তির আকাশ,প্রতিটি পদক্ষেপে জাগেদৃঢ় সংকল্পের প্রকাশ।
তরুণদের এই সুরবাংলার হৃদয়ের ভাষা,তাদের বীরত্বে জ্বলে,আগামী দিনের দীপশিখা।তারা গড়বে ইতিহাস,গৌরবময় কাহিনী,বাংলার ভবিষ্যৎ,তাদের স্বপ্নের রহস্য।
বীরত্বের গাথায় জাগুকনতুন প্রভাত,স্বাধীনতা ও ন্যায়েরচূড়ান্ত অঙ্গীকারে।বাংলার আকাশে উড়ুকশান্তির শুভ্র পায়রা,তরুণদের সংগ্রামে, বিজয়ের মহিমাসঞ্চারিত হোক।
0 coment rios: